Saturday, July 17, 2021

পাকিস্তানি কবি হাবিব জালিব-এর কবিতা -- অনুবাদ : মলয় রায়চৌধুরী

 


পাকিস্তানি কবি হাবিব জালিব-এর কবিতা

রাকশিন্দা জোয়াকে

অনুবাদ : মলয় রায়চৌধুরী

১৯৮১ সালের ১৩ই এপ্রিল, জেলে এসে

ও বলতে পারছিল না, কিন্তু তবু

আমার ছোট্ট মেয়ে বলে ফেলতে পারল

বাবা, বাড়ি চলে এসো

বাবা, বাড়ি চলে এসো

ও বুঝে উঠতে পারে না

কেন, কারাগারে, আমি অবিরত থাকি

আর ওর সঙ্গে ফিরে যাই না, হাতে হাত ধরে

কেমন করেই বা ওকে বোঝাবো

বাড়িও তো কারাগারের মতন

কোট লাখপত জেল




No comments:

Post a Comment