ইজরায়েলের ইহুদি ভাষার কবি এলি এলিয়াহু’র কবিতা
অ্যালিবাই
অনুবাদ : মলয় রায়চৌধুরী
যেদিন ঘটনাটা ঘটেছিল আমরা কফির আড্ডায় বসেছিলুম।
আমরা দিব্বি দিয়ে পরস্পরের উপস্হিতির কথা বলতে পারি ।
পরে, আমরা বাড়ি ফেরার গতানুগতিক রাস্তা ধরলুম ।
যে প্রতিবেশীরা দৌঁড়ে এসেছিল তারা নিশ্চিত বলবে ।
তারপর রোজকার মতো টিভি দেখে বিছানায় সটান হলুম।
সারা রাত আমরা কেউ উঠিনি ।
একটু এপাশ-ওপাশ করেছিলুম বিছানায়, কিন্তু ভালোভাবেই ঘুমোলুম
( আমরা ভাবলুম, ভালোবাসা সব রকমের অপরাধ চাপা দিতে পারে )।
যদি কেউ জীবন্ত পুড়িয়ে দেয়া ছেলেটার কথা জানতে চায়,
আমাদের কাছে তার যথাযথ অ্যালিবাই আছে।
আমাদের চোখ ঘটনাটা দেখেনি,
আমাদের হাত সেই রক্তারক্তি ঘটায়নি ।
No comments:
Post a Comment