তেনজিন সানদু (জন্ম ১৯৭৭ ) একজন কবি, লেখক এবং তিব্বতি শরণার্থী এবং রাজনৈতিক কর্মী । ১৯৯৯ সাল পর্যন্ত তাঁকে ভারতীয় কর্তৃপক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সংক্ষিপ্ত মেয়াদে বেশ কয়েকবার গ্রেপ্তার করেছে বা কারাগারে প্রতিরোধমূলক হেফাজতে নিয়েছে । যখন তাঁর বাইশ বছর বয়স তিনি তিব্বতে গিয়ে বসবাস করবেন ভেবেছিলেন। কিন্তু তাঁকে গ্রেপ্তার করে ভারতে ফেরত পাঠানো হয়েছিল । তেনজিন সানদু বলেছেন, "তারা আমাকে বলেছিল যে আমি ভারতে জন্মগ্রহণ করেছি তাই আমি তিব্বতে বসবাস করতে পারি না।"
তিব্বতি কবি তেনজিন সানদু’র (Tenzin Tsundue ) কবিতা
উদ্বাস্তু
অনুবাদ : মলয় রায়চৌধুরী
যখন আমি জন্মেছিলুম
আমার মা বলেছিলেন
তুই একজন উদ্বাস্তু ।
পথের ধারে আমাদের তাঁবু
তুষারের ধোঁয়া ওড়াতো ।
তোর কপালে
তোর দুই ভ্রুর মাঝে
একটা ‘উ’ ছাপ খোদাই করা আছে
বলেছিলেন আমার শিক্ষক ।
আমি আমার কপাল
রগড়ে আর আঁচড়ে পেয়েছি
ধৃষ্ট এক রক্তবর্ণ ব্যথা ।
আমার তিনটে জিভ আছে
যে-জিভ গান গায়
তা আমার মাতৃভাষা
কপালে খোদাই করা ‘উ’
আমার ইংরেজি আর হিন্দির মাঝে
তিব্বতি ভাষায় কথা বলে ।
No comments:
Post a Comment