পাকিস্তানের কবি পরভিন শাকির-এর কবিতা
সামান্য উপদেশ
যদি
কথা বলার সময়
নির্বাক স্তব্ধতা জেগে উঠতে থাকে,
বলা কথাগুলো নিঃশব্দ হয়ে যায় ;
তাই, আমার বাকপটু বন্ধু,
আসুন, আমরা এই নৈঃশব্দ্য
মন দিয়ে শুনি ।
No comments:
Post a Comment