Friday, July 16, 2021

পাকিস্তানের প্রতিষ্ঠানবিরোধী কবি হাবিব জালিব-এর কবিতা --- অনুবাদ : মলয় রায়চৌধুরী

 


পাকিস্তানের প্রতিষ্ঠানবিরোধী কবি হাবিব জালিব-এর কবিতা

( পাকিস্তানের প্রত্যেকটি সরকার ওনাকে কবিতা লেখার দায়ে জেলে পুরেছিল )

মিলিটারি বুটজুতোর সরকার

ডাকাতটা যদি না পেতো

গ্রামের পাহারাদারকে তার দোসর

আমাদের পায়ে শেকলের বেড়ি পরানো থাকতো না

আমাদের বিজয়কে মনে হতো না পরাজয়

গলায় পাগড়ি জড়িয়ে শোক প্রকাশ করতে হতো না

পেটের হামাগুড়ি দিয়ে, হুকুম তামিল করতে হতো না

একবার যদি মিলিটারি বুটজুতোর সরকার চেপে বসে

তাহলে তাকে বিদায় জানানো অসম্ভব

No comments:

Post a Comment