Sunday, July 18, 2021

পাকিস্তানি কবি ফাহমিদা রিয়াজ-এর কবিতা --- অনুবাদ : মলয় রায়চৌধুরী

 


পাকিস্তানি কবি ফাহমিদা রিয়াজ-এর কবিতা

ও একজন কলুষিত নারী

অনুবাদ : মলয় রায়চৌধুরী

ও একজন কলুষিত নারী

উৎসারিত রক্তে কারারুদ্ধ

একের পর এক মাস ও বছরের চক্রে।

ওর তপ্ত লালসার গ্রাসের কবলে

নিজের আকাঙ্খার খোঁজে,

শয়তানের এই রক্ষিতা

শয়তানের পদচিহ্ন অনুসরণ করে

পৌঁছোয় এক অস্পষ্ট গন্তব্যে

যার নকশা, এলাকা আগে থেকে জানা নেই,

সেই আলো আর আগুনের মিলন

খুঁজে পাওয়া অসম্ভব ।

তার উষ্ণতার দপদপে আসক্তিতে

বুক দুটো উত্তাল করে দিয়েছে

রাস্তার দুধারের প্রতিটি কাঁটা

তার শরীরের প্রতিটি ঝিল্লিকে ছিঁড়ে ফেলেছে।

লজ্জার কোনও পরদা তার দেহকে লুকোতে পারে না

বহন করে না পবিত্রতার কোনও দিশা ।

কিন্তু, হে পৃথিবী ও সমুদ্রের শাসক,

সবার আগে কে এসব দেখেছে ?

সর্বত্র তোমার হুকুম অবশ্যমান্য

কেবল এই কলুষিত নারী ছাড়া

কোনও প্রার্থনা তার ঠোঁট অতিক্রম করে না

কোনও মানবিকতা ছোঁয় না তার ভ্রুযুগল ।



No comments:

Post a Comment