ইউগাণ্ডার কবি সলোমন ওচয়ো-ওবুরু-র কবিতা
অনুবাদ : মলয় রায়চৌধুরী
“যখন আপনি ঘুমিয়ে পড়েন”
যখন আপনি ঘুমিয়ে পড়েন
একটা চোখ নিশ্চয়ই জেগে থাকা দরকার
কেননা যখন বিপদ আসন্ন
তার একজন সাক্ষী তো থাকবে
.
যখন আপনি ঘুমিয়ে পড়েন
একটা হাতের উচিত প্রস্তুত থাকা
কেননা যদি কোনো ডাকাত এসে পড়ে
হাতটা শরীরের রক্ষা তো করতে পারবে
.
যখন আপনি ঘুমিয়ে পড়েন
একটা কানের সতর্ক থাকা উচিত
কেননা কেউ যদি ফিসফিস করে কথা বলে
অন্তত গোপন কথাগুলো জানতে পারবে
.
যদি আপনি মারা যান, তাহলেও মরবেন না
মৃত্যুকে এমন কোনো ছাড় দেবেন না যে সে আপনাকে খুন করে কেটে পড়ে
No comments:
Post a Comment