“আমিই প্রথম নই যাকে তুমি ভালোবেসেছ ।
তুমিই প্রথম নও যার দিকে আমি চিরকালীন
দৃষ্টি নিয়ে তাকিয়েছি । আমরা
আমরা দুজনেই হারাবার কথা জানি যা
ছুরির ফলার মতন । আমরা দুজনেই জীবন কাটিয়েছি
ঠোঁটে ত্বকের চেয়ে বেশি ক্ষতের পরত নিয়ে । আমাদের ভালোবাসা
মাঝরাতে কোনও খবর না দিয়ে এসেছিল ।
আমরা যখন জীবনে ভালোবাসা আসার
আশা ছেড়ে দিয়েছিলুম তখন প্রেম এলো । আমি ভাবি
তা নিশ্চয়ই তারই
অলৌকিকতার অংশ ।
এ-ভাবেই আমাদের নিরাময় হয় ।
আমি তোমাকে ক্ষমা করার মতো চুমু খাবো । তুমি
আমাকে এমনভাবে জড়িয়ে ধরবে যেন আমিই আশা । আমাদের বাহু
জখমে জড়ানো পটির কাজ করবে আর আমরা পরস্পরকে কথা দেবো
বইয়ের মাঝে রাখা ফুলের মতন ।
তোমার ত্বকের লবণকে
আমি সনেট লিখবো । আমি তোমার নাকের আঁচড়কে
উপন্যাস লিখে শোনাবো । আমি একটা অভিধান লিখবো
যার পাতায় প্রতিটি শব্দ থাকবে যেগুলো আমি তোমাকে পাবার চেষ্টায়
ব্যবহার করেছি আমার অনুভূতি জানাবার জন্য ।
তোমার জখমের দরুন আমি
নিজেকে গুটিয়ে নেবো না ।
আমি জানি অনেকসময়ে
চিড়ধরা তোমার যাবতীয় পরিপূর্ণতায়
তোমাকে দেখার জন্য নিজেকে প্রশ্রয় দেয়াও কঠিন,
কিন্তু অনুগ্রহ করে জেনে রাখো :
তুমি সূর্যের চেয়ে উজ্বল দিনের চেয়েও বেশি
উদ্ভাসিত হও
কিংবা রাতের মতন যখন আমার কোলে ঢলে পড়ো
তোমার দেহ তখন হাজার প্রশ্নে চুরমার,
তুমি আমার দেখা সুন্দরতমা ।
তুমি যখন একটা স্হির দিন তখন তোমায় আমি ভালোবাসবো।
তুমি যখন ঘুর্ণিঝড় তখনও আমি তোমাকে ভালোবাসবো ।”
No comments:
Post a Comment